জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রনাঙ্গনের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব মুছে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রæয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমুল্যা সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব মুছে দেয়ার পাঁয়তারা চলছে। তারই প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির এ বিক্ষোভ সমাবেশ। এ সরকার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিতে চেয়েছিলো। আন্দোলনের কারনে তা করতে পারেনি। তেমনি বীর উক্তম খেতাব মুছতে পারবে না। ১১টি সেক্টর স্বাধীনতা যুদ্ধের সময় গঠন করা হয়। সেই সেক্টরের একটির দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান। তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। যারা জিয়াউর রহমানকে অস্বীকার করবে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, বাংলাদেশকে অস্বীকার করবে।
বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনির চৌধূরী, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর খান, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, যুগ্ম আহবায়ক মেরাজ চোকদার, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, কৃষক দলের সভাপতি এনায়েত খোকন, উপজেলা যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক দ্বিল মোঃ জিল্লু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
Post a Comment