মতলব উত্তর এখলাছপুর ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ সভা

 মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ফেব্রæয়ারি বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

মতলব উত্তর এখলাছপুর ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ সভা


অ্যাড. রুহুল আমিন বলেছেন, আওয়ামী লীগ মানুষের সেবা করতে পারে; ক্ষমতায় এসে তা প্রমাণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ দলের নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এগিয়ে নিতে হবে অনেক দূর। তাই সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণই তার রাজনীতি। দলকে শক্তিশালী করে গড়ে তোলার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। 

তিনি বলেন, আমাদের সেভাবে কাজ করতে হবে, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়ে বিজয়ী করে। আমরা যারা জনগণের সেবা করতে পারি। নেতা-কর্মীদের বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস আরও বলেন, কি পেলাম না পেলাম সে চিন্তা না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা এর সভাপতিত্বে ও উপজেলা শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন এবং যুবলীগ নেতা রোমান হোসেনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, জাহাঙ্গীর মো. আদেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাষ্টার, মহিলা আওয়ামী লীগ নেতা মুনমুন আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক মিরাজ খালিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, আবু হানিফ অভি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন মাষ্টার, আওয়ামী লীগ গিয়াস উদ্দিন গাজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা মুছা মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শ্যামল, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন বেপারী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া সাগর, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন মাষ্টার প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফি উদ্দিন, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা রাঙ্গা শিবলী’সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ’সহ সহস্রাধিক নারী-পুরুষ।