প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে
‘মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮ ফেব্রæয়ারি সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) চাঁদপুর এর সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়।
চাঁদপুর আইএমটি’র সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী আল আমিন পাভেলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ইন্সট্রাক্টর এএমএম মুহাইমিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
প্রকৌশলী মোঃ রেজওয়ান উল ইসলামের সঞ্চালনায় পরামর্শমূলক বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে। একটা সময় বাংলাদেশ শুধু কৃষি নির্ভরশীল দেশ ছিলো। কিন্তু এখন প্রতিটি সেক্টর নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রেমিট্যান্সও আমাদের দেশের অন্যতম একটি আয়। অর্থনৈতিক মুক্তির একটা উপায়। বাংলাদেশ সরকার প্রতিনিয়তই চেষ্টা করছে যেন এ সেক্টরটি আরো উন্নত হোক।
বক্তারা আরো বলেন, করোনাকালীন সময়েও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো রেমিট্যান্স আয় করেছে। তার অন্যতম কারন হলো প্রবাসীদের জন্য ২% করে যোগ করায়। যার কারনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে আরো বেশি আগ্রহী হয়েছে।
Post a Comment