নৌকা প্রতীকের সমর্থনে বিশাল পথসভা
আগামী ২৮ ফেব্রæয়ারি মতলব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় উত্তর নলুয়া বাইপাস সড়কের পাশে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন। পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম সরকার, ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ মোহন মোল্লা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পিন্টু চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের সদস্য নূর মোহাম্মদ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হানিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মিলন শীল, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জব্বার রাজা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিন,ওয়ার্ড ছাত্রলীগ নেতা দেওয়ান মোঃ সুমন প্রমুখ।
পথসভায় আগামী ২৮ ফেব্রæয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেতা-কর্মী এবং ভোটারদের প্রতি আহবান রাখেন নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Post a Comment