গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

 মতলব উত্তর উপজেলার মোহনপুরে গত ১২ ফেব্রæয়ারি রাতে অবৈধভাবে গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যেগে বিক্ষোভ সমাবেশ  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মিজানুর রহমান।

গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল


মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কেন্দ্রীয় প্রচারলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক কাজী ফজলুল কাদের জীবন, কৃষক লীগের সভাপতি এবায়েদ মৃধা, ইউপি সদস্য বাবুল, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য কাজী মাহবুবুর রহমান, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী বেগম, আওয়ামী লীগ নেতা মাহবুব তালুকদার, ইউপি সদস্য  গোলাম হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছিম উদ্দিন সরকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল দেওয়ান, মোহনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সহ-সভাপতি হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন,যুবলীগ নেতা মারুফ মৃধা, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ। বিক্ষোভ সমাবেশে স্থানীয় এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহন করে গুলি বর্ষনকারীর বিরোদ্ধে প্রতিবাদে কঠোর প্রতিবাদ গড়ে তোলেন।