বিদ্যার্থী সংঘের সরস্বতী পূজা উদযাপন

 হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশের ন্যায় চাঁদপুরেও উদযাপিত হয়েছে। তারাই ধারাবাহিকতায় চাঁদপুরের সবচেয়ে উচ্চতা সম্পন্ন (২০ ফুট লম্বা) প্রতিমা নিয়ে পুরাণবাজার বিদ্যার্থী সংঘ বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপন করে।

বিদ্যার্থী সংঘের সরস্বতী পূজা উদযাপন


গতকাল ১৬ ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে হিন্দু স¤প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞাণের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানিয়েছেন তারা।

সনাতন ধর্মালম্বীদের মতে- দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

এদিন বিদ্যার্থী সংঘের সরস্বতী পূজার ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে অসহায়দের মাঝে প্রায় ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও রয়েছে মাস্ক বিতরণ ও রক্তদান কর্মসূচির মত নানা আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ৫০বছর পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক মৃণাল দাস, সদস্য সচিব সুমন দাস। কার্যকরী পরিষদের উপদেষ্টা মন কুমার দাস, তাপস দাস, উত্তম দে, সুভাস দাস, বিশ্বনাথ দাস, দিবাস দাস, পরিমল দাস, বলাই দাস, নিতাই দাস।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য, সুমন দাস-২, বাদল দাস, মৃদুল দাস, মনোজ হাওলাদার,  প্রভাস পোদ্দার, পলাশ দাস, সোহাগ মজুমদার,  রাজিব চন্দ্র, রতন সাহা, সজল ঘোষ, বিপুল দাস, অভিজিত দে, অনিক সাহা, অভিজিত দাস, সজল দাস, সুব্রত দাস, শুভংকর দাস, মানিক দাস, চয়ন দাস,পলাশ দাস-২, তীর্থ দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।