বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় গাজীপুর ইউনিয়ন পরিষদের মিলনাতয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক মো. নূর হোসেন পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যে নেতার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীনতা। যার নেতৃত্বে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। সেই মহান নেতা আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে উপজেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা ৬টি ইউনিয়নে ৬ দিন আলোচনা সভা করবো এবং ১৭ মার্চ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকল ইউনিয়নের আওয়ামী লীগ প্রেমী সকল মানুষজনকে নিয়ে জন্মবার্ষিকী উদযাপন করবো। তারই ধারাবাহিকতায় এ ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনন্দ উৎসবের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন। এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক রাসেল গাজীসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment