হানারচরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে সরকারি তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ৮মার্চ সোমবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লাইনে দাঁড়িয়ে জেলেরা চাল গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাঢ়ী, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আকন্দ রোকন, ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য হারুনুর রশিদ, আবুল খায়ের, আবুল বাশার, আনিসুর রহমান প্রমুখ।
ইউপি চেয়ারম্যান জানান, অত্র ইউনিয়নে সরকারি তালিকাভুক্ত ১৮শ’ ২৮ জেলে পরিবারের মাঝে ১শ’ ৪৬ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে।
Post a Comment