হাইমচর উপজেলা প্রশাসনের কেক কাটা ও আলোচনা সভা

 হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাইমচর উপজেলা প্রশাসনের কেক কাটা ও আলোচনা সভা


গতকাল ১৭ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন প্রধানিয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম মীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বারেক বকাউল, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।