হাইমচরের আলগী বাজার থেকে কাটাখালি সড়কের বেহাল দশা

 হাইমচর উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজার হতে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। গত বছরে মেঘনায় অস্বাভাবিক জোয়ারের কারনে এ সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়কগুলোতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাইমচরের আলগী বাজার থেকে কাটাখালি সড়কের বেহাল দশা


স্থানীয়রা জানান, গত বছর মেঘনা নদীতে হঠাৎ অস্বাভাবিক জোয়ারের পানিতে সড়কটির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নিজ অর্থায়নে কিছুটা চলাচলের উপযুক্ত করে তুললেও সরকারিভাবে সড়কটির সংস্কার হয়নি এখনো। বিভিন্ন সময় নানা রকম দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রী ও চালকদের।

মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে রাস্তার পিচ উঠে গিয়ে ছোটবড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। দু’ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে পাকা সড়কটি। প্রতিদিন এ সড়কে ট্রাক্টর, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পুঙ্গুত্ব বরণ করেছে।

ভুক্তভোগী জনসাধারণের দাবি, সড়কটি সংস্কার করে স্বাভাবিক চলাফেরার উপযোগী করে বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে থাকার সহযোগিতা কমনা করছেন উর্ধতন কর্তৃপক্ষের কাছে।