বিশ্ব কিডনী দিবস পালিত
১১ মার্চ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ক্যাম্পস কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে জনসচেতনতার লক্ষে আলোচনা সভা ও টি-শার্ট বিতরণ করা হয়। এ বারের প্রতিবাদ্য বিষয় ছিলো ‘কিডনী রোগে ভালো থাকা, প্রয়োজন সচেতনতা। উদ্যাপনের উদ্দেশ্যে হলো, ভয়াবহ কিডনী রোগের মারাত্মক পরিণতি ও এর বিস্তার সম্পর্কে সাধারণজনগণকে অবহিত করা এবং কিডনি বিকল প্রতিরোধে গণসচেতনতা তৈরি করা। কিডনি রোগ নিরব ঘাতক। কিডনী রোগ জীবন নাশা, প্রতিরোধই বাঁচার আশা।
প্রতিবছরের ন্যায় সারা দেশে মার্চ মাসের ২য় বৃহস্পতিবার ১৬তম বিশ্ব কিডনী দিবস পালিত হয়েছে। কিডনী রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রাথমিক অবস্থায় কিডনী রোগের কারণ ও কিডনী রোগ শনাক্ত করে কিডনী বিকল প্রতিরোধ করতে এবং চিকিৎসা বঞ্চিত কিডনী বিকল রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে গঠণ করা হয় কিডনী এওয়ারনেস মনিটরিং এন্ড প্রি ভেনশন স্যোসাইটি (ক্যাম্পস) ক্যাম্পস বিগত ১৬ বছর ধরে কিডনী রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক মহলে এর কার্যক্রম ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। যা চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ক্যাম্পস কিডনী ডায়ালাইসিস সেন্টারে সকল কিডনী রোগীদের সার্বক্ষণিক সেবা করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন সেন্টারের ডাক্তার মোঃ খবির উদ্দিন, ম্যানেজার মোঃ সজিব শিকদার, সুপার ভাইজার ও টেকনোসিয়ান আফজাল হোসেন বিপুল।
Post a Comment