হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিত সভা
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ মার্চ শুক্রবার বিকেলে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সম্বনয়ক ইঞ্জি. মমিনুল হকের বাস ভবনে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিচিত ও আলচোনা সভা উপজেলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির আহবায়ক মো. ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সম্বনয়ক লায় ইঞ্জি. মমিনুল হক।
ওই সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভূট্রæ, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, সদস্য সচিব মো. কাজী জসিম, সিনিয়র যুগ্ন-আহবায় মো. হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো. আ. কাদের দেওয়ান, মো. সামছুদ্দিন খান, মো. জাহিদুল ইসলাম সাব্বির, মোরশেদ আলম হীরা, মো. মাজহারুল ইসলাম, কবির হোসেন রাজু, জুবায়ের হোসেন রাজু, নকিব হোসাইন, মোস্তফিজুর রহমান শামীম, মজিবুর রহমান বাপ্পি, বিল্লাল হোসেন মজুমদার, সাইদুর রহমান, আল আমিন বাদল, নাজমুল হাসান কবির হোসাইনসহ প্রতিটি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment