ফরিদগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আলোচনা সভা

 ফরিদগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওয়াতায় ডিলার পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।

ফরিদগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আলোচনা সভা


তিনি তার বক্তব্যে বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী অসহায় মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির এ কর্মসূচি মাধ্যমে মানুষ আর না খেয়ে থাকার সুযোগ থাকলো না। সরকার প্রধান অসহায় মানুষের কথা চিস্তা করে চালে ভুর্তকি দিয়ে এ চাল বিক্রয় করছেন। আপনারা যারা ডিলার রয়েছেন তারা গরিবের হক সঠিক ভাবে পালন করবেন। চাল বিক্রয় করে আপনারা লাভ কথা চিন্তা না করে গরিবের হক আদায়ের কথা চিন্তা করবেন। আমরা যাতে না শুনি, কোথাও চাল নিয়ে কোন প্রকার অনিয়ম হয়েছে। যার নামে কার্ড তার হাতে চাল দিবেন। এটা গরিবের হক সেটা মাথায় রাখবেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, অসি এল এসডি গোলাম মোস্তাফা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবাহান লিটন প্রমুখ। আগামী মার্চ ও এপ্রিল দু’ মাস উপজেলার ১৫টি ইউনিয়নে ১৫ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ৯শ ৯৭জন হতদারিদ্র মানুষের মাঝে ১০টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রয় করা হবে।