মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮
মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। ৯ মার্চ দিন-রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা মাদক ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। তারা দীর্ঘদিন পলাতক ছিল।
আটককৃতরা হলো : মতলব উত্তরের তালতলী গ্রামের আব্দুল মান্নান, সুগন্ধি গ্রামের খোরশেদ আলম, রামদাসপুর গ্রামের রেখা বেগম, নান্দুরকান্দি গ্রামের জাফর উল্লাহ (২৯), লামচরি গ্রামের নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী নারগিস বেগম, কলাকান্দা গ্রামের মাজহারুল ইসলাম, বালুয়াকান্দি গ্রামের জসিম মুন্সি, রতন চন্দ্র মণিঋষি, পলাশ, বিনন্দপুর গ্রামের রেজাউল , রসুলপুর গ্রামের রাজিব, দূর্গাপুর গ্রামের গোপীনাথ মণিঋষি, তালতলী গ্রামের শ্রীকান্ত দাস, বালুয়াকান্দি গ্রামের ডালিম কুমার সতন ও বড় দূর্গাপুর গ্রামের শনকুমার মণিঋষি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক মামলায় ৬ জন, জিআর মামলায় ৬ জন, সিআর ৩ জন ও পুলিশ আইনে ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন বিজ্ঞ আদালত। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানার পুলিশের অভিযানে তাদের আটক করা করা হয়।
তিনি আরো বলেন, অপরাধ নির্মূলে মতলব উত্তর থানার পুলিশ সবসময় জিরো ট্রলারেন্স। আমরা জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। যাকেই অপরাধের সাথে যুক্ত পাওয়া যাবে তাকেই আটক করে আইনের আওতায় আনা হবে।
Post a Comment