মতলবে হিলশা পরিবহনের শুভ উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
মতলব দক্ষিণ উপজেলা থেকে সড়কপথে সরাসরি চট্টগ্রামে যাতায়াতের জন্য হিলশা পরিবহনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। গতকাল ৮ মার্চ সোমবার দুপুর ১২টায় মতলব পানির ট্যাংকি মোড়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় হিলশা পরিবহনের।
হিলশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কালাম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিয়াজী।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, আন্তঃজেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, লাইন সম্পাদক সফিকুল ইসলাম, চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, মতলব পৌর ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সারোয়ার হোসেন লিখন, ওয়ার্ড আ’লীগের সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক ঘনশ্যাম বিশ্বাস, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধাসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিগণ এবং সড়ক পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment