সাধারণ জনগণের স্বার্থে পূর্বের কিছু সিদ্ধান্ত বহাল রাখতে হবে

 চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হলে চিন্তাভাবনা করে নিতে হবে। যে গাড়িগুলোর রোড পারমিট নেই, তারা যেন রাস্তায় চলতে না পারে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে। আমরা চাই এ সেক্টরটা একটা নিয়মের মধ্যে আসুক। যারা পরিবহন চালাচ্ছে, তাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে। পরিবহন মালিকদের খেয়াল রাখতে হবে, নাবালক বাচ্চাদের হাতে যেনো গাড়ি না দেয়া হয়। গতকাল ১০ মার্চ বুধবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাধারণ জনগণের স্বার্থে পূর্বের কিছু সিদ্ধান্ত বহাল রাখতে হবে


জেলা প্রশাসক আরো বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশ নিষেধ সংক্রান্ত পূর্বের সিদ্ধান্তই বহাল রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষদের যানজট পোহাতে হচ্ছে। সাধারণ জনগণের স্বার্থে পূর্বের কিছু সিদ্ধান্ত আমাদের বহাল রাখতে হবে।

বিআরটি’র সহকারী পরিচালক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাস-মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ইস্রাফিল প্রমুখ।