মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ
দরিদ্র অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তরের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মতলব’-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৯ এপ্রিল শুক্রবার সকালে ষাটনল ইউনিয়ন পরিষদের সম্মুখে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় সংগঠনের সভাপতি কাজী রফিক, সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক তানজীল, দ্বীন ইসলাম, জুয়েল রানা, কোষাধক্ষ্য পারভেজ, হাসান, সদস্য উম্মে হাবিবা, রাসেল, নাজমুল, মাসুদ রানা সহ সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন, সাংবাদিক জহিরুল হাসান মিন্টু, ইউপি সদস্য দারুল ইসলাম, কাউসার আলম বাবু, এনামুল হক, জাহাঙ্গীর আলম।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, মহামারি করোনার প্রভাবে অসহায় মানুষের পাশে পবিত্র রমজান উপলক্ষে আমরা বর্মহীন অসহায় অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। ভবিষ্যতে ও আমাদের সংগঠনের পক্ষে থেকে এ ধারনের মানবিক কাজ করব।
উল্লেখ্য, মতলব উত্তরের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মতলব’ ৮টি ইউনিয়নে ৩’শতাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন। এর পূর্বেও শীতবস্ত্র, শিক্ষা উপকারণ’সহ সামাজিক কার্য়ক্রমে অংশগ্রহণ করে এ সংগঠনটি। ৩ শাতাধিক সক্রিয় সদস্য রয়েছে এ সংগঠনের।
Post a Comment