নাশকতার লক্ষে বঙ্গবন্ধুর বিশাল আকৃতির ছবি তছনছ

 চাঁদপুর জেলা শহরে নাশকতার আশঙ্কা। ধারনা করা হচ্ছে মৌলবাদী চক্র ও স্বাধীনতা বিরোধীরা একজোট হয়ে এ নাশকতার পরিকল্পনার ছক আঁকছে। তারই কিছু প্রমাণ মিললো ৬ এপ্রিল গভীর রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে’র সামনে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত বিশাল আকৃতির ফেস্টুন তছনছ করে। ওই সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা স্টিলের তৈরি পকেট গেইটটি ভেঙ্গে ফেলার চেষ্টাও করা হয়েছিলো। শুধু তাই নয়, ওই চক্রটি চাঁদপুর হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সাঁটানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে ২০২০ সালে বিদ্যালয়ের দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র ব্যানারগুলোও ছিড়ে ফেলে।



ধারণা করা হচ্ছে, চাঁদপুর জেলা শহরে নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত থাকা এ সকল মৌলবাদী চক্র মরিয়া হয়ে উঠেছে। ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে নাশকতা করে দেশের সম্পদ নষ্ট করেছে ওই চক্রটি।

এদিকে নাশকতার আলামত সরেজমিনে দেখার জন্য জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে আসেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ¯িœগ্ধা সরকার ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ। ওই সময় তারা আলামত জব্দ করে নিয়ে যান।

অন্যদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়টিকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য গতকাল ৭ এপ্রিল বুধবার কাজ শুরু হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সড়কে সাঁটানো কার্যালয়ের সামনে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছেন।