আবদুল ওয়াদুদ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৮ আগস্ট রোববার বাদআছর ছেঙ্গারচর পৌরসভার ঠাকুরচর ৩ রাস্তার মোড় সংলগ্ন পাশে বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ খানের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজে উপজেলার বিভিন্ন এলাকা ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার  মুসল্লিরা অংশ গ্রহণ করে। জানাজা শেষে তাকে মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন (ঘনিয়ারপাড়) কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়

আবদুল ওয়াদুদ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


এর আগে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ খানকে গার্ড অব অর্নার প্রদান করে।

জানাজা নামাজের পূর্বে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. সেলিম মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল ওয়াদুদ খানের বর্ণাঢ্য কর্মজীবন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের উপর সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, মরহুম আবদুল ওয়াদুদ খানের ভাই সমাজসেবক, ডেইলি মতলব টাইমস-এর উপদেষ্টা সম্পাদক ও জাতীয় মানবাধিকার সমিতি ছেংগারচর পৌর শাখার সভাপতি আঃ মালেক খান প্রমুখ।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর ঠাকুরচর গ্রামের কৃতি সন্তান শিক্ষাবিদ মরহুম গোলাম মর্তুজা খানের বড় ছেলে, তৎকালীন ছেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ খান (৬৫) বার্ধক্যজনিত কারনে ৮ আগস্ট রাত ৩টায় ঢাকা সাভারে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃৃৃ রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা সন্তানসহ বহুগুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি  ছেংগারচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আঃ হাকিম খানের বড় ভাই।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুছ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা কমান্ডার মিয়া জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলার সভাপতি শহীদুল্লাহ মাস্টার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।