জালাল উদ্দিন পাটওয়ারীর ইন্তেকাল - দাফন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জালাল উদ্দিন পাটওয়ারী (জন্টু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। গতকাল ৯ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর রেইনভো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিনে বাদ মাগরিব হাজী নছরউল্লাহ পাটওয়ারীর বাড়ি মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৈশাদী হাজী নছরউল্লাহ পাটওয়ারীর বাড়ী কবির উদ্দিন আহমেদের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ ভাই ও ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। ক’দিন আগে অসুস্থতা বেড়ে গেলে চাঁদপুর শহরের মিশন রোডস্থ রেইনভো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
মরহুম জালাল উদ্দিন পাটওয়ারী (জন্টু) মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও মৈশাদী ৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এছাড়া তিনি একসময় ক্রিকেট খেলার চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের আম্পায়ার হিসেবে সুপরিচিত ছিলেন।
জালাল উদ্দিন পাটওয়ারী (জন্টু) চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের সহধর্মীনির বড় ভাই।
1 comment