চাঁদপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

 বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে চাঁদপুরে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হাইফ্লো কেনোলা, অক্সিমিটারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৯ আগস্ট সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


তিনি বক্তব্যে বলেন, এখনো চাঁদপুরে করনো পরিস্থিতি ভাল অবস্থায় নেই। তাই আমাদের সর্তক থাকতে হবে, সুরক্ষিত থাকতে সবসময় মাস্ক পড়তে হবে। ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেয়া হয়েছে। যাতে রুট ল্যাবেল থেকে স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করতে। সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ ক’বার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছেন। আজো তিনি বিপুল পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় আজ করোনা মহামারি সময়েও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে আমরা শতভাগ আন্তরিকতার সাথে কাজ করছি। আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক। করোনা ভাইরাসের সচেতনার কাজেও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাচ্ছি।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে করোনা সুরক্ষায় সুজিত রায় নন্দী সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছেন। আগেও অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আজকেও নিয়ে এসেছেন। এটির সঠিক ব্যবহার করতে হবে। এ অক্সিজেন সিলিন্ডার অনেকেই ব্যবহার না জেনে বাসা-বাড়িতে নিয়ে যাচ্ছে। তার ব্যবহার বিধি জানতে হবে। তা না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। অক্সিজেন যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি জীবন ধ্বংস করে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত  রায় নন্দী তার বক্তব্যে  বলেন, আমাদের নিজেকে সুরক্ষা রেখে অপরকে সুরক্ষিত করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিানার দূরদর্শিতার কারণে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে হাইফ্লো নেজল কেনোলা দিচ্ছি। এছাড়াও  হাইমচর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও মতলব উত্তরে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়েছে।

আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর হাসপতালের তত্ত¡াবধায়ক ডাঃ হাবিবুল করিম প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির পক্ষ থেকে বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় ব্যক্তিগত ও প্রতিষ্ঠানভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ডিএসবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রশাসক ব্যক্তিগত, পুলিশ সুপার ব্যাক্তিগত, পিবিআই, সিভিল সার্জন ব্যক্তিগত, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ, উপজেলা পরিষদ, চাঁদপুর প্রেসক্লাব, আঞ্জুমান খাদেমুল ইনসান, চাঁদপুর আইনজীবী সমিতি, দাফন-কাফন কমিটি, ইফা, সৎকার সংগঠন, ইসলামি আন্দোলন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, এপিপি দেবাশিষ কর মধুসহ দলীয় নেতৃবৃন্দ।