হাইমচরে মৎস্য চাষ প্রদর্শনীদের মাঝে উপকরণ বিতরণ

 হাইমচর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারন প্রকল্প’ (২য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী খামারের আরডিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

হাইমচরে মৎস্য চাষ প্রদর্শনীদের মাঝে উপকরণ বিতরণ


২৪ মে সোমবার সকাল ১১টায় হাইমচর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। ইউনিয়ন পর্যায়ে ৬ জন মৎস্য চাষী প্রদর্শনী খামারের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি সজিব, হাফিজ আহমেদ ও মৎস্য চাষী প্রদর্শনী আরডি দল নেতৃবৃন্দ সহ কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন ইউনিয়নে স্থাপিত প্রদর্শনী খামার আরডিরা হলেন : কার্প মিশ্র চাষ আরডি, প্রদর্শনী আরডি হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের স্বামী ২নং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের টেলু ভূঁইয়া, ভিঙ্গুলিয়া গ্রামের মাহবুবুর রহমান, পাবদা/গুলসা টেংরা চাষ আরডি প্রদর্শনী লামচরি গ্রামের রিয়াদ হোসেন (রহমান), পাঙ্গাস কার্প মিশ্র চাষ আরডি প্রদর্শনী ৪নং নীলকমল ইউনিয়নের শেখ কান্দি গ্রামের বাচ্চু সরকার, ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাফেজ আহমেদ, শিং মাছ চাষ আরডি প্রদর্শনী ৬নং চরভৈরবী ইউনিয়নের পাড়াবগুলা গ্রামের জসিম উদ্দিন।