চাউলের উপর বিশেষ তদারকি অভিযান শুরু

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের চাউলের উপর বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ১ জুন বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে পুরাণবাজার এলাকায় মজুদকৃত চাউলের আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাইকারি ও মুদি দোকান লোকমান হোসেন বেপারীতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক পুরান বাজারের চাউলের মিল, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

চাউলের উপর বিশেষ তদারকি অভিযান শুরু


ব্যবসায়ী সমিতি এবং চেম্বার অব কমার্সের সদস্যগণসহ চাউলের মজুদ ও বিপণন বিষয়ক একটি সভা করা হয়েছে। সভাতে ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক চাল ক্রয় বিক্রয় করতে বলা হয়েছে। কোনো প্রকার অনিয়ম যেনো না করা হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন পুরাণবাজার ফাঁড়ি পুলিশ।

তদারকিকৃত চাউলের আড়ত গুলো হলো  ইউনাইটেড ট্রেডার্স, পুরাণবাজার ১ হাজার ৮শ বস্তা, রায় ট্রেডার্স ৪৯৪ বস্তা,মেসার্স রপরপ ট্রেডার্স, ৩ হাজার ৩৮৯ বস্তা, কাশিফা এন্টারপ্রাইজ ১ হাজার ২৫০ বস্তা, ইসলামিয়া বাণিজ্যালয় ৮২০ বস্তা, আমানত ট্রেডার্স ৪৩৮ বস্তা, মেসার্স খাদ্য ভান্ডার ২ হাজার ৯৫৪ বস্তা, মেসার্স গুরুদেব ভান্ডার ৪২১  বস্তা, মেসার্স জনতা ট্রেডার্স ৭৬৪ বস্তা, মেসার্স মক্কা ট্রেডার্স ১ হাজার ৫ শ৯৫ বস্তা,মেসার্স কাউচার ট্রেডাস ২ হাজার ১ শ ৩৪ বস্তা,মেসার্স রাজ ল²ী ভান্ডার ২ হাজার ৯ শ ৪৮ বস্তা,মেসার্স মদিনা ট্রেডার্স ২ হাজার ৪ শ ৭৭ বস্তা,মেসার্স মিনারা ট্রেডাস ৯ শ ২১ বস্তা,মেসার্স নিউ পদ্মা ভান্ডার, ১ হাজার ২ শ ৫৯ বস্তা,

আরিসা ট্রেডার্স ১ হাজার ৪ শ ৭৫ বস্তা, ভস্মী ট্রেডার্স ৫ শ ৫৭ বস্তা,মেসার্স কান ট্রেডার্স ২ হাজার ২ শ ৭৩ বস্তা,পরেশ টেডার্স ৭ হাজার বস্তা, মেসার্স মমিন এন্ড ব্রাদার্স ৩ হাজার ২ শ ৭৯ বস্তা চাউল মজুদ রয়েছে।