প্রতিটি উন্নয়ন কাজের গুনগতমান সঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি উন্নয়ন কাজের গুনগতমান সঠিক বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
গতকাল ১২ এপ্রিল সোমবার জুম মিটিংয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তর কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরের বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভায় দেশের সকল নির্বাহী প্রকৌশলীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: হেলাল উদ্দিন, সভা পরিচালনা করেন প্রধান প্রকৌশলী আবদুর রশিদ খান।
মন্ত্রী আরোও বলেন, এজিইডি যেহেতু দেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারেই অসহায় ব্যক্তিদের নিয়ে কাজ করে, তাই করোনার এ মহারারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রামাঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের দিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী চাঁদপুর, কুমিল্লা, বি-বাড়িয়া, যশোর, নোয়াখলী, নীলফামারি, লালমনিরহাট, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ অন্যান্য জেলার নির্বাহী প্রকৌশলীদের সাথে তাদের এলাকার কাজের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভায় এলজিইডির সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণ এ ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন।
সভায় চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো: ইউনুস ভুঁইয়া জানান, চাঁদপুর জেলায় ২০২০-২০২১ সালে ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ২১টি প্রকল্প বাস্তবায়নকল্পে গ্রহন করা হয়। ইতোমধ্যে শতকরা ৭৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। অপরদিকে এডিপির ১৫৯ কোটি টাকা ব্যয়ে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ সময় চাঁদপুরের বিভিন্ন উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
Post a Comment