চাঁদপুর সরকারি কলেজে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে গতকাল ১ জুন বুধবার আনন্দঘন পরিবেশে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গতকাল দুপুর ১২ টায় শিক্ষক কর্মকর্তাবৃন্দ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ আলম। বক্তাগণ চাঁদপুর সরকারি কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হয় প্রতিষ্ঠাকালীন সময়ে যারা জামি দান করেছেন, যারা নগদ অর্থ দিয়েছেন এবং যারা মেধা ও শ্রম দিয়ে কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন তাদের সকলকে।

চাঁদপুর সরকারি কলেজে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুরের জনগণের স্বপ্ন, আশা ভালোবাসার প্রতীক। কলেজটির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে চাঁদপুরবাসীর সাহায্য সহযোগিতায় কলেজ আজ এই পর্যায়ে এসেছে। আজকের এ দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়াদীকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার পদধূলিতে ধন্য চাঁদপুর সরকারি কলেজ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এ কলেজের বীর সেনা ছাত্রদের। চাঁদপুর সরকারি কলেজ অনেক এগিয়েছে এবং আরো এগিয়ে যাবে। সম্প্রতি কলেজের দৃষ্টি নন্দন মূলফটক নির্মাণ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গ্যালারী নির্মাণ, বাস্কেটবল গাউন্ড সংস্কার, স্থায়ী শেখ রাসেল দেয়ালিকা স্থাপন, আন্তর্জাতিক মানের জার্ণাল প্রকাশ এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া ছাত্রী মিলনায়তনের সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং  লাইব্রেরির আধুনিকায়ন, কলেজ মাঠের চারদিকে ওয়াক ওয়ে নির্মাণ, মাঠের পাশের লেকের সংস্কার কাজ চলমান রয়েছে। 

তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। চাঁদপুর সরকারি কলেজ তথা চাঁদপুরের উন্নয়নের রূপকার চাঁদপুরের গণমানুষের নেত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। এছাড়াও মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের সকলকেই কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। প্রফেসর অসিত বরণ দাশ কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের জন্য ৭ দিনের কর্মসূচি (র‌্যালী, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, বাস্কেটবল প্রতিযোগিতা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও দু’আ মাহফিল) ঘোষনা করেন।

আলোচনা সভা শেষে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখার জন্য কলেজ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মিষ্টি বিতরণ করেন। বিকেল ৩ টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। 

আগামী সাতদিন চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক শিক্ষার্র্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।