ইয়াবা মামলায় পৌর বিএনপি নেতা ভুট্টু গ্রেফতার

 ১৩ মামলার বোঝা নিয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু এখন জেলহাজতে। বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ইয়াবা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হন এই বিএনপি নেতা।

ইয়াবা মামলায় পৌর বিএনপি নেতা ভুট্টু গ্রেফতার


হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল তাকে গ্রেফতার করতে সক্ষম হন। হাজীগঞ্জ থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে আটটি মাদক মামলা ও ৫ টি মারামারির মামলা চলমান রয়েছে। তাকে ২০২০ সালের জিআর ৪৬ নম্বর মামলায় গ্রেফতার করা হয়। খোরশেদ আলম ভুট্টু হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড মনিনাগ এলাকার সাবেক কাউন্সিলর ছিলেন।

হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহীম খলিল পপুলার বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত মোট আটজন ও কালচোঁ এলাকায় মন্দির ভাংচুর মামলায় সৈয়দপুরের সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।