আগের চেয়ে বেশি শক্তিশালী বিএনপি দাবী ইঞ্জিনিয়ার মমিনুল হকের
হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নবগঠিত যুবদলের পরিচিতি সভা ও ইঞ্জিনিয়ার মমিনুল হককে ইউনিয়ন ছাত্রদলের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আগের চেয়ে বিএনপি এখন বেশি শক্তিশালী বলে দাবী করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ওই সময় তিনি বলেন, বিএনপি এখন যতটা শক্তিশালী তা আগে কখনও ছিলোনা। ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের দুই-একটি ওয়ার্ড ছাড়া বাকীগুলোতে আওয়ামী লীগ ভোট দিতে পারবেনা।
অনুষ্ঠানে ওই সময় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম, রামপুরা থানা ঢাকা মহানগর যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. রুহুল আমিন খান, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুরু হাজী, সিনিয়র সহ- সভাপতি হান্নান মজুমদার, সহ-সভাপতি কাইয়ুম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সভাপতি রবিউল আলম রবি, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আবরার রাব্বি, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment