মতলব দক্ষিণে কবর থেকে লাশ উত্তোলন
হত্যাকাÐের তদন্ত করতে গিয়ে দাফনের দু’দিন পর আদালতের নির্দেশে ফারুক নামে ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করেছে থানা পুলিশ। ১৩ জুলাই বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাড়ৈগাঁও গ্রামের নাদিমখাঁ'র দিগির পশ্চিমপাড় গণকবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোহাম্মদ ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া ও এসআই রুহুল আমিনের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সহকারি পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, গলায় ফাঁস দেয়া অস্বাভাবিক মৃত্যুর এ লাশ ময়নাতদন্ত ছাড়াই তড়িঘরি করে দাফন করা হয়েছিলো। ১২ জুলাই মঙ্গলবার ময়নাতদন্তের জন্য আবেদন করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি পূর্ব বাড়ৈগাঁও গ্রামের নাদিমখাঁ'র দিগির পশ্চিমপাড় গণকবরস্থান থেকে তুলে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার লাশটি যথাযথ স্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ১১ জুলাই সোমবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাড়ৈগাঁও গ্রামের জলেমন্দে বাড়ির পুকুর পাড় আম গাছ থেকে গলায় ফাঁস দেয়াবস্থায় পূর্ব বাড়ৈগাঁও গ্রামের বাচ্চু প্রধানের ছেলে ফারুক প্রধান (৪০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছে এমন মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তাকে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া দাফন করা লাশ আদালতের নির্দেশে বুধবার উত্তোলন করা হয়। এটি হত্যাকাÐ ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২ জুলাই মঙ্গলবার একই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওসমান (৬৫) ও আল আমিন (২৮) নামে দু’জনকে আটক করে পুলিশ।
Post a Comment