সম্পত্তি নিয়ে বিরোধ: ৯৯৯ কল দিয়ে রক্ষা পেলো ভুক্তভোগি পরিবার

শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহামায়া লোধেরগাঁও বেপারি বাড়িতে সম্পত্তিগত বিরোধের জেরে দৃষ্টি প্রতিবন্ধির উপর হামলার ঘটনা ঘটে। ৯৯৯ কল দিয়ে হামলার ঘটনা থেকে রক্ষা পায় ভুক্তভোগী পরিবার।

সম্পত্তি নিয়ে বিরোধ: ৯৯৯ কল দিয়ে রক্ষা পেলো ভুক্তভোগি পরিবার


লোধেরগাঁও গ্রামের বেপারি বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধি ওহিদা বেগম (৫০)। চলাচলের রাস্তাকে কেন্দ্র করে শনিবার সকালে তার উপর হামল ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করেন একই বাড়ির বাসিন্দা ছাদেক বেপারী (৪৮), রিদয় বেপারী (৪০), নাছিম উদ্দিন (২০) ও মশু বেগম (৪০)।

শনিবার ৯৯৯ এর কল পেয়ে চাঁদপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ভুক্তভোগী ওহিদা বেগম বলেন, ওয়ারিশ পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ করে চারদিকে বাউন্ডারি দেন। ওই সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করে আসছে তারা। সম্পত্তির দখলের চেস্টাকালে বাধা প্রদান করলে রিয়ন আহমেদ রুবেলের ওপর হামলা করে। ওইসময় নিমার্ণাধীন বাউন্ডারি ভাংচুর করে।

রিয়ন আহমেদ রুবেল বলেন, বাড়ির চলাচলের জন্য ৪ ফুট এজমালি সম্পত্তি থাকা সত্ত্বেও আরো ২.৩০ ফুট নিজস্ব সম্পত্তি চলাচলের সুবিধাথে ছেড়ে দেয়া হয়েছে। মোট ৬.৩০ ফুট চলাচলের রাস্তা রাখার পর নিজস্ব মালিকানাধীন সম্পত্তিতে সীমানায় পিলার দেয়াকে কেন্দ্র করে তার দৃষ্টিপ্রতিবন্ধি বৃদ্ধা মায়ের উপর হামলা করে তারা। মাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অভিযুক্ত সাদেক বেপারীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছু জানেন না বলে জানান তিনি। সাদেক বেপারী ভাই রনি বেপারী বলেন, চলাচলের রাস্তা নিয়ে এখনো স্থায়ীভাবে কোন সমাধান হয়নি।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী ওয়াহিদা বেগম একটি অভিযোগ দায়ের করেন। তিনি নিরাপত্তা চেয়ে প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।